নিজের দুই সন্তানকে কুয়ায় ফেলে দেয় মানসিক ভারসাম্যহীন বাবা বলে অভিযোগ
TODAY’S বাংলা শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনি এলাকায় নিজের দুই সন্তানকে কুয়ায় ফেলে দেয় মানসিক ভারসাম্যহীন বাবা বলে অভিযোগ।
তবে প্রতিবেশীদের প্রচেষ্টায় দুই জনকেই উদ্ধার করা হয়েছে। জানা গেছে ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। পরে এলাকাবাসীদের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে হোমে পাঠানো হয়।কিছুটা অভাব এবং হতাশার কারনেই এই ঘটনা সে ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ।তবে শিশুদুটি ভালো আছে বলে জানা গেছে ডাক্তারদের কাছ থেকে।আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকবে বলে জানিয়েছেন ডাক্তারেরা।