April 20, 2025 | Sunday | 12:40 PM

Back to Back Neel Milton: নীল মিল্টন তথা HM series পরপর নতুন নতুন কাজের সম্ভার নিয়ে আসছে সঙ্গীতপ্রেমীদের জন্য

0


TODAYS বাংলা: Back to back এরকম consistency আমরা এই জগতে খুব কমই দেখতে পাই। কিন্তু সব বাধা বিঘ্ন ফেলে নতুন নতুন কাজের সম্ভার তিনি দিয়ে চলেছেন।


আজি মুক্তি পেল নীল মিল্টনের লেখা ও নির্দেশনায় “চায়ের কাপে আদর দেবো ঢেলে ” গানটি। গানটি গেয়েছেন মৃন্ময় দে ও অন্নিষা দত্ত।

গানটি শুরু করেছেন মৃন্ময় দে। সঙ্গীত আয়োজনে পার্থ চক্রবর্তী ওম গিটার সঙ্গতে সৌরভ দাস। Studio partha’s creation থেকে গানটি রেকর্ড, মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে।

চিত্র পরিচালনায় ছিলেন বিশ্বদীপ মুখার্জি, মেকআপ ছিলেন রিয়া মন্ডল, ড্রেস ডিজাইনার হিসেবে কাজ করেছে অমৃত হালদার।

সৌরভ ও চৈতালি নতুন এক চিত্ত আকর্ষিত জুটি আমরা দেখতে পাই এই গানের ভিডিওতে। গানটির সুর ও কণ্ঠঃ সবাইকে মন্ত্রমুগ্ধ করেছে। জনগণের ভালোবাসার প্রতিক্রিয়া উপচে পড়ছে কমেন্ট বক্সে।
HM Series এর কর্ণধার নীল মিল্টন জানিয়েছেন আরো অনেক ভালো ভালো চমক দিতে চলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *