আজ থেকে খুলে গেল বাগডোগরা এয়ারপোর্ট
আজ থেকে খুলে গেল বাগডোগরা এয়ারপোর্ট।প্রায় পনেরোদিন পরে আজ খুলল এয়ারপোর্ট। বন্ধ থাকায় সমস্যায় পড়ে গিয়েছিলেন যাত্রীরা।যেভাবে ভীড় বাড়ছিল ট্রেন এবং বাসের তাতে চিন্তায় পড়ে গিয়েছিলেন কতৃপক্ষ।


প্রায় চারগুন বেড়ে গিয়েছিল বাস এবং ট্রেনের ভীড়।রানওয়ে বন্ধ থাকায় যাত্রীরাও সমস্যায় পড়ে গিয়েছিলেন।বহু পর্যটক আটকে গিয়েছিলেন তারা পাহাড়েই আটকে গিয়েছিলেন।অবশেষে আজ থেকে উড়ান শুরু হয়ে যাওয়ায় শান্তিতে যাত্রীরা।

আজ থেকে শুরু হচ্ছে যাত্রীদের যাত্রা।গতকাল থেকেই ভীড় জমতে শুরু করেছিল এয়ারপোর্টের আশেপাশে।যাত্রীরা আশেপাশের হোটেল বুকিং করে গিয়েছিলেন দুদিন আগের থেকেই।বাগডোগরা এয়ারপোর্ট খুলে যাওয়ায় শান্তিতে নেতাজী আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষও।

গোটা উত্তরবঙ্গের বিমান পরিসেবা আটকিয়ে গিয়েছিল উত্তরবঙ্গের বিমান পরিসেবা বন্ধ থাকায়।এদিন বিমানবন্দর খুলে যাওয়ায় আনন্দিত হোটেল কর্মীরাও।তারা জানান এয়ারপোর্টের আশেপাশের হোটেলগুলি এই পনেরোদিনে প্রায় বন্ধ ছিল আজ খুলবে এই খবর আসায় দুদিন আগের থেকেই ভীড় করেছিলেন যাত্রীরা।

এয়ারপোর্ট খুলে যাওয়াতে খুশী বিমান কর্মীরাও।তারাও জানালেন একদিন প্রায় বসেছিলেন তারা,আজ খুলে যাওয়ায় অনেকটাই শান্তি পেলেন তারা।জানালেন এতে উপকৃত হবেন সবাই।