April 20, 2025 | Sunday | 12:13 PM

TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে বাগুইআটি উদয়ন সংঘ কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম: বাগুইআটি উদয়ন সংঘ

১) আপনাদের দুর্গা পুজো কতদিনের : ৫৫তম বর্ষ

২) এবারের থিম কি : এবারের থিম #miss_you

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয় : ১লা জানুয়ারি থেকে।

৪) থিমের ভাবনার কারণ : করোনা কাল থেকে এপর্যন্ত তিন বছর যে ভাবে কাটিয়ে মানুষ মায়ের আশীর্বাদে ছন্দে ফিরেছে সেটা দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই যাদেরকে হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। তার পর করোনা সময় কুমোরটুলি অবস্থা কেমন ছিল, হসপিটালের দৃশ্য, বন্ধ স্কুল, খাবারের জন্য হাহাকার……….
তারপর এলো ছন্দে ফেরার দৃশ্য শেষে মা এসে সন্তানদের কোলে তুলে নিলো এবং সকলের জন্য খাবার নিয়ে এলো।
আমাদের তিন বছরের এই বাস্তব চিত্রটাই তুলে ধরার জন্য এই থিমটি বেছে নিয়েছি আমরা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *