April 20, 2025 | Sunday | 3:36 AM

সৌরভ দাসের উদ্যোগে অনুষ্ঠিত বৈশাখী আড্ডা

0

TODAYS বাংলা : ১৪২৮ থেকে ১৪২৯ – এ পা। আর বাঙালির নববর্ষ মানেই আড্ডা, খাওয়া দাওয়া গল্প। কিন্তু কোথাও যেন খাওয়া দাওয়া আড্ডাটা হারিয়ে গেছে এখন । কোভিড পরিস্থিতি ও বিভিন্ন কারনে কোথায় যেন হারিয়ে গেছে নববর্ষের আনন্দটা।

কোথায় যেন হারিয়ে গেছে বাঙালি নববর্ষের ঐতিহ্য। আর সেই ঐতিহ্য কে ফিরিয়ে আনতেই নতুন উদ্যোগ সৌরভ দাসের। আর সেই উপলক্ষে ২৭ এপ্রিল অথাৎ ১৩ বৈশাখ আয়োজন করেন “বৈশাখী আড্ডার”। একেবারে বাঙালিয়ানা ও বাঙালি খাওয়ারে ভরিয়ে তুলেছে এই আড্ডা।

এই আড্ডাকে আরও আর্কষনীয় করতে এইদিন উপস্থিত হয়েছিলেন টিভি পর্দার পরিচিত সব মুখেরা। উপস্থিত হয়েছেন প্রীতম দাস, অস্মিতা চক্রবর্তী। পুরো আড্ডায় পরিচালীকার ভূমিকা পালন করেন শ্রেয়সী চক্রবর্তী। এই আড্ডাতে উপস্থিত ছিলেন অভিজ্ঞতা সম্পন্ন মডেল , মেকআপ আর্টিস্ট এমনকি সাধারণ মানুষও।

চলছিল জমজমাট আড্ডার শুটিং। মজার গেমস্ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সবকিছুই ছিল এই আড্ডার অংশ। এই দিন বৈশাখী আড্ডার পুরো শ্যুটিং সম্পন্ন করা হয়। বৈশাখী আড্ডার পরিচালক জানান এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দর্শকদের জন্য বিভিন্ন মজার আর্কষন নিয়ে রিলিজ হবে এই শো।

বৈশাখী আড্ডার আয়োজক সৌরভ দাস বলেন, ” কোভিড পরিস্থিতি ও বিভিন্ন কারনে আগের মতো আর বাঙালির নববর্ষ জাকজমকপূর্ণ ভাবে পালন করা হয় না।

দিনের পর দিন হারিয়ে যেতে দেখছি নববর্ষের ঐতিহ্যকে। আর সেই কারনেই আমার এই আয়োজন। যেখানে আছে একটু আড্ডা আর তার সাথে বাঙালিয়ানার ছোঁয়া। আর তার সঙ্গে থাকছে দর্শকদের জন্য আকর্ষণ। “

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *