বজরং দলের তরফ থেকে ১৫ ই আগস্ট উপলক্ষ্যে শোভাযাত্রা বেরোলো শিলিগুড়িতে
TODAYS বাংলা:
শিলিগুড়িতে আজ সকালে 15.ই আগষ্ট উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বজরং দলের তরফ থেকে।আজ সকালে গোটা শিলিগুড়ি জাতীয় পতাকা নিয়ে প্রদক্ষিন করে বজরং দলের ছেলে এবং মহিলারা। দেশের গান দিয়ে শুরু হয় এই যাত্রা। গোটা শিলিগুড়ি বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় সঙ্গীত গেয়ে গোটা শহর প্রদক্ষিন করে বজরং দলের সদস্য এবং সমর্থকেরা।এবারের 15ইআগষ্ট উপলক্ষে এবারে গোটা দেশের উন্মাদনা ছিল দেখবার মতন।

প্রথম থেকেই জাতীয় পতাকার বিক্রি এবারে সব রেকর্ড ভেঙে দিয়েছে।এবারে জাতীয় পতাকার সাথে অন্যান্য জিনিসও বিক্রি হয়েছে প্রচুর পরিমানে।শিলিগুড়ি পোস্ট অফিস থেকেও জাতীয় পতাকা বিক্রি হয়েছে রেকর্ড পরিমানে। মানুষ প্রচণ্ডভাবে উৎসাহীত হয়ে জাতীয় পতাকা এবং দেশের 15ই আগষ্টের উন্মাদনাতে মেতে উঠেছেন। তাই তিনদিন আগের থেকেই শুরু হয়েছে 15ই আগষ্টের উন্মাদনা।