April 20, 2025 | Sunday | 9:51 AM

কাল বনধ কতটা সফলভাবে মানা হবে তা নিয়ে ধন্ধে রাজ্য

0

TODAYS বাংলাঃ পুরভোটের পরদিনই ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধকে সর্বাত্মক করার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সমাজের সকল শ্রেণির মানুষকে এই বনধে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাজ্যের প্রধান বিরোধী দল সোমবার বনধের ডাক দেওয়ার পরই তড়িঘড়ি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের সঙ্গে ভার্চুয়ালি এই বৈঠক হয় রাত ৮টা নাগাদ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনারকে সকাল থেকেই গোটা পরিস্থিতি সরেজমিনে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিভিন্ন জায়গা পরিদর্শন করার কথাও বলা হয়েছে পুলিশ কমিশনারকে। অন্যদিকে এদিন অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সোমবার ২৮ ফেব্রুয়ারি কোনও রাজনৈতিক দল ১২ ঘণ্টার বনধ ডেকেছে। কিন্তু সরকার সমস্ত প্রতিষ্ঠানই খোলা রাখছে। এদিন কোনও সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অর্ধদিবস কাজ করতে পারবেন না। কোনও ছুটি এদিন মঞ্জুর হবে না। কাজে না আসলে বেতন কাটা যাবে। তবে এক্ষেত্রে ছাড় পাবেন কেউ যদি হাসপাতালে চিকিত্‍সাধীন থাকেন, ২৫ ফেব্রুয়ারি থেকে টানা ছুটিতে থাকেন, চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ বা আর্নড লিভ নিয়ে থাকে ২৫ তারিখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *