April 20, 2025 | Sunday | 2:06 AM

বুধবার রাতে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের কোচবিহার মাথাভাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এরপর বিএসএফের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে একজনের

0

TODAYS বাংলা: ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বুধবার রাতে 5 থেকে 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কোচবিহার মাথাভাঙ্গা তেঁতুলচরা গ্রামে সীমান্ত এলাকায় জড়ো হয়। বিএসএফ দের এই বিষয়টি নজরে এলে তাদেরকে সাবধান করা হয়। ওই দুষ্কৃতীরা কোন কথা না শুনে একটি বাঁশ বনের মধ্যে আশ্রয় নেয়। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ওই বাঁশবনে হানা দিলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপর বিএসএফ এর ছোড়া গুলি কোমরে লাগে এক অনুপ্রবেশকারীর। এরপর তার মৃত্যু হয়, বাকি অনুপ্রবেশকারীদের ধরার চেষ্টা করে স্থানীয় গ্রামবাসীরা। একজনকে ধরতে সক্ষম হলেও বাদবাকিরা সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদের গণপিটুনিতে গুরুতর জখম হয় ওই অনুপ্রবেশকারী। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *