পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের জামনা সমবায় সমিতিতে সেভিংস ও ফিক্সড ডিপোজিটের টাকা রেখে এখন চরম বিপাকে পড়ে গেছে কয়েক’শ গ্রাহক
TODAYS বাংলাঃ কেউ খেটে খাওয়া মানুষ,কেউ প্রান্তীক চাষী, আবার কেউ অবসরপ্রাপ্ত সরকারী কর্মী, সকলেই ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলেন সরকারী সমবায় সমিতিতে । কিন্তু প্রয়োজনের সময় তাঁরা টাকা তুলতে গিয়ে জানতে পারের সমবায়ের ভাঁড়ার শুন্য ।
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের জামনা সমবায় সমিতিতে সেভিংস ও ফিক্সড ডিপোজিটের টাকা রেখে এখন চরম বিপাকে পড়ে গেছে কয়েক’শ গ্রাহক । কারোর ২০ হাজার, কারোর ৫০ হাজার, কেউ আবার লক্ষাধিক টাকা জমা রেখেছে সমবায়ে । কিন্তু বিগত কয়েক বছর ধরে গ্রাহকরা তাঁদের নিজেদের গচ্ছিত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ । এনিয়ে একাধিকবার সমবায়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকরা । মিলেছে আশ্বাস । কিন্তু আশ্বাসই সার । শুক্রবারেও বেশ কিছু গ্রাহক জামনা সমবায় সমিতিতে এসে তুমুল বিক্ষোভ দেখালেন । কয়েকজন বয়স্ক মহিলাও সামিল হন । বেশ কিছুক্ষন ধরে চলে বিক্ষোভ । শেষে বিক্ষোভকারীরা নিজেরাই বিক্ষোভ তুলে হতাশ হয়ে বাড়ি ফিরে যান ।
সমবায়ের এআরসিএস বিমলকৃষ্ণ মজুমদার বলেন, ‘সমবায় থেকে সুদসহ মোট প্রায় দেড় কোটি টাকা পাবেন গ্রাহকরা । বিষয়টি কতৃপক্ষকে জানানো হয়েছে ।’ কিন্তু এতদিন গ্রাহকরা কেন নিজেদের গচ্ছিত টাকা তুলতে পারেননি ? কবেই বা তাঁরা তাঁদের টাকা পাবে ? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি সমবায়ের এআরসিএস ।