April 20, 2025 | Sunday | 6:37 AM

ডাকাতি করার আগেই ছক বানচাল, পুলিশের হাতে ধরা পড়ল একটি বড় চক্র

0

TODAYS বাংলা, শ্রেয়া দাস:

ডাকাতি করার আগেই ছক বানচাল । পুলিশের হাতে ধরা পড়ল একটি বড় চক্র । গত ২২ তারিখ ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ইস্টার্ন বাইপাস লাগোয়া একটি পেট্রোল পাম্পের সামনে ডাকাতি করতে আসলে তাদের ছক বানচাল করে পুলিশ । অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে ডাকাত দলের ৩ জন দুস্কৃতী ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই পরিকল্পনার সঙ্গে আরও অনেকে জড়িত । এরপর পুলিশ বাকি দুস্কৃতীদের ধরতে ওৎ পেতে থাকে । বৃহস্পতিবার ভোররাতে পুলিশের পেতে রাখা জালে ধরা পড়ে আরও তিন দুস্কৃতী । সেবক রোডের শিলিগুড়ির ২ মাইল থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তরা হল বিনোদ বিশ্বকর্মা , মানিক সিংহ এবং প্রসেনজিৎ রায় । ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *