April 20, 2025 | Sunday | 7:58 AM

বেনীমাধব স্কুলে “বিবেক বাহিনীর” তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল

0

মৃন্ময় লাহিড়ী: আজ সিউড়ির বেনীমাধব স্কুলে “বিবেক বাহিনীর” তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো পেন ও মাক্স দিয়ে,সাথে সিউড়ীর অন্যান্য স্কুলে একইভাবে “বিবেক বাহিনী” মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করেছে।


অন‍্য দিকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকল ছাত্র ছাত্রীদের জলের বোতল, কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হলো রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
বীরভূম থেকে মৃন্ময় লাহিড়ী রিপোর্ট বীরভূম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *