পড়াশুনার পাশাপাশি এবার আরও এক শখ পূরণ শুভ্রা বাগের
Todays বাংলা; পূর্বা রায়: পড়াশোনা তো রয়েছেই সঙ্গে পূরণ করতে চান শখ আহ্লাদের আকাঙ্ক্ষা। শুভ্রা বাগ এমনটাই জানালেন তার প্রথম সাক্ষাৎকারে।


বহু দিনের ইচ্ছে ছিল মডেলিং করবার সেই ইচ্ছেই বাস্তবায়িত হতে চলেছে Todays বাংলার হাত ধরে।


লিখতে চলেছেন জীবনের নতুন অধ্যায় তাতে যেমন আনন্দিত, তেমনই শুভ্রা নার্ভাসও ফিল করছেন স্বভাবতই।

সবকিছুর ফাঁকে একটু সময় পেলেই গল্পের বই পড়তে, সাহিত্য পড়তে, গান শুনতে ভালোবাসেন।নৃত্যতেও পারদর্শী সমানতালে।

ভাবী মডেল শুভ্রার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল Todays বাংলার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা।