মাঘী পূর্ণিমা উপলক্ষে জমজমাট মেলা মালদায়
মালদা, বিশ্বজিৎ মন্ডল: আজ মাঘী পূর্ণিমার পূণ্যতিথিতে সকাল থেকে মালদার জোতপৃথ্বী উত্তর বাহিনী ঘাটে স্নান করে পুজো করতে ব্যস্ত পূর্ণাথীরা।প্রতিবছরি মাঘীপূর্ণিমা উপলক্ষে একবিরাট মেলার আয়োজন করে থাকে জোতপৃথ্বী ভাগিরতি ঘাটে মাঘীপূর্ণিমা রবনিকান্ত করে থাকে এই মেলা।মঙ্গলবার,সকাল থেকেই ভাগীরথী নদীর ঘাটে ঢল পেরেছে ভক্তদের।পুজোর পর পরই মেলার আনন্দে মেতে উঠে পুণ্যার্থীরা।মালদা বিভিন্ন থানার পাশাপাশি জোতপৃথ্বী।

ঘাটের ওপার বিভিন্ন গ্রামের থেকেও প্রচুর ভক্তরা আসেন এই মেলাতে। তবে এই গ্রামেরই তৃণমূল নেতা বরুন মন্ডল জানান
করোনা পরিস্থিতি মাথায় রেখে মেলা জুরে ভক্তরা রয়েছেন নিয়ন্ত্রণে। সব মিলিয়ে আনন্দে মেতে উঠে আট থেকে আশি।
এবিষয়ে পুণ্যার্থী মোহন মুর্মূ বলেন,আমি প্রতিবছর এই ঘাটে এসে সকাল বেলাই নদীতে ডুব দিয়ে পূজো করি এবং মেলা ঘুরি।খুব ভালোলাগে এই ঘাটে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসে।