কোচবিহার স্টেশন সংলগ্ন একটি মাঠে ভারত ভুক্তি চুক্তি দিবস উদযাপিত অনুষ্ঠান হয়
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
খ শ্রেণী রাজ্যের দাবী থেকে সরে এসে এবার ভারত ভুক্তি চুক্তি দিবসে উত্তরবঙ্গ কে কেন্দ্র শাসিত রাজ্যের দাবি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অনন্ত মহারাজের । আজ নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন একটি মাঠে ভারত ভুক্তি চুক্তি দিবস উদযাপিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ কে কেন্দ্রীয় শাসিত রাজ্যের দাবি করেন অনন্ত মহারাজ ।

আর সেই মঞ্চ থেকেই অনন্ত মহারাজের পাশে থাকার বার্তা দেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । ১৯৪৯ সালে ২৮ অগাস্ট কোচবিহারের মহারাজের সঙ্গে ভারত সরকারের ভারত ভুক্তি চুক্তি হয় । সেই চুক্তি মোতাবেক কোচবিহার ‘গ’ শ্রেণী রাজ্য হিসেবে মর্যাদা পাবে । সেই চুক্তিকে বাস্তবায়নের জন্য দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আন্দোলন শুরু করে । দীর্ঘ আন্দোলনের পর এবার কোচবিহারকে ‘গ’ শ্রেণীর রাজ্যের দাবী থেকে সরে উত্তরবঙ্গকে এক পৃথক রাজ্য করবার দাবী জানান।