ভবানীপুর কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবারের থিম ” গঙ্গা পাড়ে নস্টালজিয়া “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে ভবানীপুর কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : ভবানীপুর কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি
১) কত বছরের পুজো আপনাদের?
উঃ এই বছর আমাদের দূর্গা পূজার ৭৬-তম বর্ষে
২) এবারের থিম কি?
উঃ আমাদের থিমের ভাবনা “গঙ্গা পাড়ে নস্টালজিয়া”।

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ ৭-৮ মাস আগে থেকে।
৪) থিমের ভাবনার কারণ?
উঃ এই বছরের হেরিটেজ ভাবার একটাই উদ্দেশ্য, আমরা জানি গত বছর বাংলার দূর্গোৎসব UNESCO থেকে বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। তাই, আমরা হেরিটেজ বা ঐতিহ্যময় স্হানের সন্ধান নিলাম এবং সেই হিসেবে আমাদের এই বছরের ভাবনা “গঙ্গা পাড়ের নস্টালজিয়া” ।
