স্বপ্নের দোরগোড়ায় বিদিশা
TODAYS বাংলা,প্রীতি পাত্র: নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কোথাও কাজ করতে গেলে সবার প্রথম প্রশ্ন আসে কত বছরের অভিজ্ঞতা! আর ভুল করেও যদি বলে ফেলছেন অভিজ্ঞতা নেই তাহলে সঙ্গে সঙ্গেই শুনতে হবে অভিজ্ঞতা ছাড়া আমরা নেয়নি।

আর সেটা যদি ফ্যাশন ওয়াল্ডের কথা বলা হয়, তাহলে সেখানে অভিজ্ঞ মানুষ ছাড়া কাওকে জায়গা দেওয়া হবেনা, প্রবনতা খানিকটা এমনই। ফটোশ্যুট! তারমানে অভিজ্ঞ না হলে কী চলে!

কিন্তু এই সব তত্ত্বের একেবারে বিপরীতে হাঁটা দিয়েছে TODAYS বাংলা ম্যাগাজিনের ফ্যাশন পেজ। অনেকদিন ধরে যারা চেষ্টা করছেন মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে, কিন্তু উপায় খুঁজে পাচ্ছেনা তাদের জন্যই সুযোগ এনে দিয়েছেন TODAYS বাংলা ম্যাগাজিন।


এর আগেও এমন অনেক মানুষের কথা শুনিয়েছি আপনাদের। আর আজ শোনাবো বিদিশা নস্কর -এর। যিনি পেশায় একজন শিক্ষিকা। মডেল হওয়ার ইচ্ছে তো তার অনেক দিনেরই কিন্তু ওই যে সুযোগ পাচ্ছেনা। তারপর আর কী হঠাৎই পেলেন TODAYS বাংলা -এর সন্ধান।

আর তারপরেই নিজের স্বপ্নকে বাস্তবায়নের পথে হাঁটলেন তিনি। জীবনের প্রথম অভিজ্ঞতাই শুরু করতে ম্যাগাজিন ফটোশ্যুট নিয়ে। এই নিয়ে বিদিশা বলেন, ” অনেকদিন ধরেই ইচ্ছে ছিল মডেল হিসেবে কাজ করার । কিন্তু হঠাৎই এমন একটা সুযোগ পেয়ে যাবো ভাবতে পারিনি। সত্যিই খুব উৎসাহিত আমি। “

এমন অনেক রয়েছে না বলা কাহিনী। বিদিশার মত আপনিও যদি নিজের স্বপ্ন সত্যি করতে চান তাহলে এখন যোগাযোগ করুন আমাদের সাথে। আপনার একটা ফোন হয়তো আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে।
