নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ধাক্কা
TODAYS বাংলা: পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়। রবিবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে একটি সমবায় সংস্থার নির্বাচনে বিজেপি জিতেছে, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকা। ভেকুটিয়া সমবায় কৃষি সমিতি, যা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) হাতে ছিল, জাফরান শিবিরের দখলে। রোববার সকাল থেকে এ নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিকেলে ফলাফল ঘোষণার পর, ১২টি আসনের মধ্যে ১১টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কোনওমতে মাত্র একটি আসনেই জিততে পেরেছে। যদিও তৃণমূল মাত্র এক ভোটে জিতেছে ওই আসনে। শাসক শিবিরের দাবি, বহিরাগতদের এনে সন্ত্রাস করে বিরোধী নেতা জিতেছেন। যদিও বিজেপির পাল্টা দাবি, তারা ক্লিন ম্যান্ডেট নিয়ে নির্বাচনে জিতেছে।

ভেকুটিয়া সমবায় কৃষি সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকেই উত্তেজনায় মুখর ছিল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। যে দু’টি দল উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিল, পুলিশ কোনওরকমে সামলাতে পেরেছে। বিজেপি শিবিরের দাবি, ভোটের দিন তাদের নেতা শুভেন্দু এলাকায় না থাকলেও তৃণমূল নেতারা তাঁর নাম ধরে গালিগালাজ করেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির।