জিটি এ ভোট বয়কট করলেন বিমল গুরুঙ্গ
TODAYS বাংলা: জিটি এ ভোট বয়কট করলেন বিমল গুরুঙ্গ।আজ তিনি জানিয়ে দিলেন এই ভোটদান প্রক্রিয়া একেবারেই পাহাড়ের মানুষের জন্য নয়।আমি প্রথম থেকেই যেভাবে আমার মতামত দিয়েছিলাম আমি এখনো তাই বলছি।আমি এই জিটি এ ভোটকে সমর্থন করবো না কোনভাবেই।আমি আমার পরিবারের সবাইকে অনুরোধ করেছি এবং আমার অনুগামী এবং আমাকে যারা ভালবাসেন তাদেরকে অনুরোধ করছি তারা যেন কেউ ভোট না দেন।কারন এই ভোট পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য নয়।

এই ভোটে পাহাড়ের কোন উন্নয়ন হবে নি।এদিন দার্জিলিং এর রিচমন্ড হিলের নবার্টে নিজের দলীয় কার্যালয়ে বিমল গুরুঙ্গ সাংবাদিকদের এই কথা জানান। গুরুঙ্গ আরো জানান আমি অসুস্থ থাকা অবস্থায় আমার বহু অনুগামী আমাকে দেখতে এসেছিলেন,আমাকে দেখতে এসেছিলেন আমাকে যারা ভালবাসেন তারাও।আমি সবাইকেই অনুরোধ করেছি এই ভোটে তারা যেন কোনভাবেই অংশ না নেন।এদিন বিমল গুরুঙ্গ আরো জানান তিনি একটু সুস্থ হলেই আবার আন্দোলনে নামবেন।