শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বিমল গুরুঙ্গ
TODAYS বাংলা: ২০১৪ সাল থেকে গোর্খাল্যান্ডের জন্য যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন তাদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পাহাড়ের একদা সুপ্রিমো বিমল গুরুঙ্গ।আজ দার্জিলিং এর সুপার মার্কেটে গোর্খাল্যান্ডের জন্য যারা নিজেদের প্রান বিসর্জন দিয়েছিলেন তাদের সৌধতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বিমল গুরুঙ্গ। সঙ্গে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য এবং সমর্থকেরা।

এদিন সকাল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোর্খাল্যান্ডের একদা সুপ্রিমো এবং তার সমর্থকেরা। এদিন বিমল গুরুঙ্গ জানান আমি চিরটাকালই গোর্খাল্যান্ডের জন্য লড়াই করে এসেছি।তাই আমি যতদিন পারব এই লড়াই চালিয়ে যাব।এদিন বিমল গুরুঙ্গ জানান যারা গোর্খাল্যান্ডের জন্য লড়াই করে নিজেদের প্রান বিসর্জন দিয়েছেন আমি শত বিপদেও তাদেরকে ভুলে যাব না।এদিন বিমল গুরূঙ্গ ছাড়াও উপস্থিত ছিলেন পাহাড়ের বহু সমর্থকেরা।সকালে পন্ডিত দেখে মন্ত্র উচ্চারণ এবং পূজাপাঠ করা হয়,এর পরে গরীবদের ডেকে খাওয়ানোর ব্যাবস্থা করেন একদা পাহাড়ের সুপ্রিমো।এবং সন্ধ্যায় বস্ত্রদান করা হবে বলে জানান বিমল গুরুঙ্গ।