দার্জিলিং এর বৌদ্ধমন্দিরে পূজো দিয়ে ফের লড়াইয়ে নামলেন বিমল গুরুং
TODAYS বাংলা: আমি আবার লড়াই শুরু করবো।আজ দার্জিলিং এর বৌদ্ধমন্দিরে পূজো দিয়ে সাংবাদিকদের এই কথাই জানালেন বিমল গুরুঙ্গ।তিনি জানালেন ডাক্তারেরা তাকে আরো কিছুদিন বিশ্রাম নিতে অনুরোধ করেছেন,তাই তিনি এখনই অনশনে বসছেন না।তবে তিনি তার লড়াই চালিয়ে যাবেন।তিনি জানালেন তার দাবী ন্যায্য এবং তা পাহাড়বাসীর পক্ষে মঙ্গলদায়ক।

কারন একেক সরকার এসে একেকরকমের প্রতিশ্রুতি দিচ্ছেন আর পরে পাহাড়ের উন্নয়ন থেমে থাকছে।তিনি জানালেন যদি পাহাড়ের মানুষের উপকার হয় তবে তিনি যেকোন রাজনৈতিক ব্যক্তির সাথেই আলোচনাতে বসতে রাজী।তবে তা পাহাড়ের মানুষের পক্ষে হতে হবে।এদিন গুরুঙ্গ দার্জিলিং এর রেষ্ট হাউজে সাংবাদিক দের জানান যদি তার দাবী না মানা হয় তবে আগামীদিনে আরো বৃহতর আন্দোলনে নামতে বাধ্য হবেন।