রাতারাতি জনপ্রিয়তার শিখরে বীরভূমের ভুবন বাদ্যকর
TODAY’S বাংলা: রাতারাতি জনপ্রিয়তার শিখরে বীরভূমের ভুবন বাদ্যকর। বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে অবস্থান করছেন তিনি। সম্প্রতি তিনি কিছু অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন তিনি এখন সেলিব্রেটি আর বাদাম বিক্রি করবেন না। বাদাম বিক্রি না করার কারণ তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান সেলিব্রিটিদের বাদাম বিক্রি করা শোভা পায়না।
তবে সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বলেন তিনি বাদাম বিক্রি করবেন না এই মন্তব্য করে ভুল করেছেন। তিনি আরো জানান বাদাম বিক্রি না করলে কি খাবেন? বাদাম বিক্রি করে এত দূরে আসতে পেরেছেন। তাই বাদাম বিক্রি করা তিনি ছাড়বেন না।