চীনে হদিস মিলল মানব শরীরে বার্ড ফ্লু জীবাণুর
TODAYS বাংলা: এবার চিনে পাওয়া গেল শরীরে বার্ড ফ্লুর জীবাণু। মধ্য হেনান প্রদেশে এক শিশুর শরীরে মিলেছে বার্ড ফ্লুর জীবাণু। এই প্রথম কোন মানব শরীরে পাওয়া গেল বার্ড ফ্লুর জীবাণু।


প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে ওই শিশুটির বেশ কিছুদিন ধরে শরীরে উপসর্গ দেখা গিয়েছিল।

পরীক্ষা করা হলে জানা যায় তার শরীরে প্রবেশ করেছে বার্ড ফ্লুর স্ট্রেন। যদিও কতটা মারাত্মক এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শিশুটি মুরগির সংস্পর্শে এসে ছিল বলে জানা গিয়েছে , এর সঙ্গে সে কাকের সংস্পর্শেও আসে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
