April 20, 2025 | Sunday | 3:03 AM

“পাখি’ গানটির কথা ও কাহিনী জানেন কী?

0

TODAYS বাংলা: HM Series থেকে নির্দেশক নীল মিল্টনের নির্দেশনায় অভিজিৎ লাহিড়ীর কথা-সুর-কণ্ঠে “পাখি” গানটি মুক্তি পেয়েছে ০৬/০৩/২০২২ ।

আধুনিককালে লোকগীতি বাউল মানে মাটির গান, মাটির সাথে মিশে যাওয়া আমাদের পুরনো স্মৃতিচারণ। কথায় আছে “স্মৃতি যত হোক বেদনার মনকে মধুর করে “। তাই আমাদের খুবই ভালো লাগে যখনই আমরা মাটির গানের সাথে নিজেকে মিশিয়ে দিতে পারি। প্রচলিত বাংলা প্রশিদ্ধ লোকগীতি সংগীত শিল্পী অভিজিৎ লাহিড়ীর লেখা, সুর ও কন্ঠে নতুন উপস্থাপনা “পাখি” গানটির মুক্তি হল আজ। সংগীতায়োজনে সহযোগিতা করেছেন অজিত সরকার ও তবলাতে সহযোগিতা করেছেন বিকি সাহা।


মাটির গান হলেও গানটির মধ্যে এক অদ্ভুত শহর-গ্রামের মেলবন্ধন দেখিয়েছেন নির্দেশক নীল মিল্টন। তার চিন্তা ধারা ও উপস্থাপনা গানটির চিত্র পরিদর্শনে সবার মন মোহিত করতে সফল হয়েছে। গানটিতে অভিনয় করেছেন খুবই জনপ্রিয় এক জুটি সঞ্জু ও নবনীতা। সঞ্জু ও নবনীতাকে আগে অনেকবার দেখা গেছে আধুনিক বেশে আধুনিক কোন গানে কিন্তু এই প্রথমবার তারা মাটির গানের সাথে নিজেদের মেলে ধরলেন। চিত্র পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ মুখার্জি। গানটির শুভমুক্তি হয় HM Series থেকে। HM Series এখন খুবই একটা জনপ্রিয় YouTube Channel হয়ে উঠেছে। সৌভাগ্যবশত তারা এপার বাংলা ওপার বাংলার মধ্যে সেতুবন্ধনে সক্ষম হয়েছেন। HM Series এর কর্ণধার নীল মিল্টন জানিয়েছেন সামনে আসতে চলেছে তাদের কিছু সেরা নিদর্শন।

গানটির নাম “পাখি “ । যে পাখি এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়, যে পাখি বাসা ছেড়ে অন্য বাসায় গিয়ে থাকতে পছন্দ করে ” সেই পাখি তথা ভালোবাসার, প্রিয় মানুষটির ব্যথা বেদনা কে গানের মাধ্যমে উন্মোচন করেছেন। হয়তো এরকমই অনেক জীবনের সাথে অদ্ভুতভাবে মিলে যায় এই পাখির কাহিনী। জীবন মানে যন্ত্রনার কালে সবাই সেই পাখিটাকে তথা ভালোবাসার মানুষটাকে জড়িয়ে আঁকড়ে বাঁচতে চায়। কিন্তু সেই পাখি অন্য খাঁচায় অন্য বাসায় নিজেকে হারায়। সুন্দর একটি বাস্তব চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন অভিজিৎ লাহিড়ী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *