কাটোয়া হাসপাতালে ব্লাড ব্যাংকে কালোবাজারি
TODAYS বাংলা: কাটোয়া হাসপাতালে ব্লাড ব্যাংকে কালোবাজারি হচ্ছে। সেখানে রোগীর রক্ত পাচ্ছেন না। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা হন্য হয়ে ঘুরেও রক্ত পাচ্ছেন না। এই বিষয়টি প্রকাশ্যে আসতে হাসপাতালে ডাক্তারের ঠিক করেছেন যতদিন না পর্যন্ত হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত পাওয়া যাবে, ততদিন পর্যন্ত তারাই রোগীদের রক্তে দেবেন।


একরত্তি মেয়ে টুম্পা পন্ডিত জন্ম থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত। প্রতি মাসে নিয়ম করে মায়ের কোলে হাসপাতালে এসে রক্ত নিয়ে যায় সে।

তবে এই মাসে সে নির্দিষ্ট সময়ে এসেও রক্ত পাইনি। রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তার মা। অন্য জায়গায় রক্তের সন্ধান করার পরেও খোঁজ মেলেনি


এরপর তিনি তার মেয়েকে নিয়ে কাটোয়ার হাসপাতালে যান। এরপর তার এক রত্তি মেয়েকে রক্ত দেন হাসপাতালে সুপার আলম। এই মানবিক প্রয়াসের মাধ্যমে তিনি সমাজের সকল স্তরের মানুষকে রক্তদানের বার্তা দিলেন।