রক্তদান জীবনদান
TODAYS বাংলাঃ রক্তদান জীবনদান।আপনার একফোঁটা রক্ত একজন মুমুর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। বিগত আট বছর এই মহান কর্মে যুক্ত নিতুরিযা থানার স্বেচ্ছাসেবী সংস্থা ভামুরিয়া যুব কল্যান সমিতি।রক্তদান শিবির ছাড়াও এলাকায় নানা ধরনের সমাজ সেবামূলক কাজে নিয়োজিত সমিতি।করোনাকালে সমিতির সদস্যরা মানুষের সেবায় দিনরাত লড়াই করে মানুষের পাশে থেকেছে তা প্রসংশনীয়।আজ প্রস্তাবিত ভামুরিয়া সপ্নদর্শী হাসপাতালে রক্তদান শিবিরে পাঁচশোরও বেশী মানুষ রক্তদান করেন।আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া চারটি ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করেন।
পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট