April 20, 2025 | Sunday | 3:19 AM

গরমে রক্তের সংকট মেটাতে অঞ্চল যুব সভাপতি ইকবাল হোসেন এর প্রচেষ্টায় মগরাহাট যুগদিয়ায় রক্তদান শিবির

0

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- করোনা আবহে প্রখর গরমে আগামী দিনে ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের হাহাকার মেটাতে যুগদিয়া যুব তৃনমূল কংগ্রেসের সহযোগিতায় এগিয়ে এলো মগরাহাট থানার অন্তর্গত যুগদীয়া সবুজ সংঘ।পাশা পাশি বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ডেন্টাল ক্লিনিক ব্যাবস্থা করা হয় I সম্প্রীতি আজ হামিদান কমপ্লেক্স যুগদিয়া দর্জিপাড়া প্রাঙ্গণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকল সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। রক্তদানে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।এদিন শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদাতাদের শারক সম্মাননা প্রদান

উপহার দেওয়া হয়।


উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধায়িকা নমিতা সাহা,ব্লক২ যুব সভাপতি বাচ্চু শেখ,অঞ্চল সভাপতি ইউনূস মোল্লা, যুগদিয়া অঞ্চল যুব সভাপতি ইকবাল হোসেন ও বিশিষ্ট ডাক্তার বাবু সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগদিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইকবাল হোসেন। এবং তিনি বলেন এই গরমের সময় সমস্ত ব্লাড ব্যাংক গুলিতে রক্তের প্রভাব পড়ে তাই গরমের শুরুতে রক্তদান শিবির এর আয়োজন করা হয়,এবছর রক্তদান কর্মসূচি দেক দেক করে প্রায় ৩ বছর প্রদার্পন করলো I বিধায়িকা নমিতা সাহা সকল উদ্যোক্তা ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি, সমাজের আরোও পিছিয়ে পড়া সকল স্তরের মানুষের জন্য উন্নয়নের লক্ষ্যে প্রোগ্রাম করবেন বলে জানিয়েছেন।এমন মহৎ অনুষ্ঠান এলাকার মানুষের প্রসংশা কুড়িয়েছে I

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *