April 20, 2025 | Sunday | 3:18 AM

২০২০ সালে মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধকারী রোজা পারভিনকে সংবর্ধনা দেওয়া হল

0

নুর আইন,মালদা;: ২০২০ সালে মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধকারী রোজা পারভিনকে সংবর্ধনা দেওয়া হল। বৃহস্পতিবার স্কুলের তরফে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। মালদার হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাই স্কুলে পড়াশুনা করত রোজা। ২০২০ সালে মাধ্যমিকে ৬৮৭ পেয়ে রাজ্যে ষষ্ঠ হয়েছিল সে। কিন্তু তারপর কোভিড পরিস্থিতে স্কুল বন্ধ হয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাকে স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হোলো।

হরিশ্চন্দ্রপুর থানার সব থেকে পুরনো তথা প্রথম স্কুল চন্ডীপুর হাই স্কুল। প্রত্যন্ত এলাকার ওই স্কুল থেকে রোজা বোর্ডেরও মেধা তালিকায় স্থান পাওয়ায় খুশি স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা। খুশি আপামর চাচঁল মহকুমার মানুষ। তার সাফল্য অনেককেই প্রেরণা যোগাবে বলে মনে করছেন শিক্ষাব্রতী মানুষেরা। কেন না, পরিশ্রম আর চেষ্টা থাকলে যে সমস্ত বাধা অতিক্রম করে সফলতা সম্ভব তা রোজা দোখিয়ে দিয়েছে। এদিন স্কুলের তরফে রোজাকে রূপার মানপত্র, স্মারক ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। হাজির ছিলেন এলাকার শিক্ষাব্রতী মানুষজন। ভবিষ্যতে এস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশুনা করে বৈজ্ঞানিক হতে চায় রোজা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *