বগটুইকাণ্ডে নিহতের আত্মীয় মিহিলাল শেখকে তলব সিবিআই এর
TODAYS বাংলা: রামপুরহাট বগটুইকাণ্ডে এবার নিহতের আত্মীয় মিহিলাল শেখকে আজ তলব করল সিবিআই।
আজ অর্থাত্ সোমবার মিহিলাল শেখের হাজিরা দেওয়ার কথা। বগটুইকাণ্ড নিয়ে তাঁর বয়ান রেকর্ড করবেন সিবিআই-য়ের আধিকারিকরা।

রবিবার বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।

বর্তমানে অগ্নিদগ্ধদের পরিবারের সদস্য মিহিলাল শেখ ও তার ভাই বানিরুল বগটুই গ্রাম থেকে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সন্ধ্যাজল গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে রয়েছেন।

সিবিআই সূত্রে খবর, রবিবারই ফোনে মিহিলালকে তলব করা হয়েছে। রামপুরহাটে তাঁকে সোমবার সকাল ১০টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

রামপুরহাটে যেতে চান না তিনি। তাঁর আর্জি, কেন্দ্রীয় গোয়েন্দারা সাঁইথিয়ার সন্ধ্যাজল গ্রামে এসে তাকে জিজ্ঞাসাবাদ করুন। সূত্রের খবর, সাঁইথিয়া যাচ্ছে সিবিআইয়ের একটি দল।