মালদহে পুকুর দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি
নারায়ণ সরকার, মালদা,:
পুকুর দখলকে কেন্দ্র করে বোমাবাজি মালদহের ভুতনি থানার উত্তর চন্ডিপুর পুলিনটোলা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে পুকুরের মাছ দখলকে কেন্দ্র করে গন্ডগোল লেগে থাকে এলাকায়। একপক্ষ পুকুরের মধ্যে জাল ফেলে মছ ধরার চেষ্টা করলে অন্যপক্ষ বাধা দেয় এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় চরম গন্ডগোল। অভিযোগ এলাকায় বোমাবাজি ও হয়। ঘটনার খবর পেয়ে ভূতনি থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে।
পুলিশ এই ঘটনায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পাঠায় ভুতনি থানার পুলিশ।