April 20, 2025 | Sunday | 12:04 PM

কলকাতা বউবাজার এলাকায় ১৬ই মার্চ বুধবার এক অনুষ্ঠান হয়ে গেল The Refuzee (Orphange) স্কুলের ময়দানে দোল উৎসব

0

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা বউবাজার এলাকায় ১৬ই মার্চ বুধবার এক অনুষ্ঠান হয়ে গেল The Refuzee (Orphange) স্কুলের ময়দানে বেস্ট ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে আজ কালারফুল দোল উৎসব হলো “রং বেরং” সোসাইটির কর্ণধার সগুপ্তা হানিফা ও তার সহকর্মীরা জানালেন আজ এখানে শিশুদের খাদ্য সামগ্রী রং ও বস্ত্র দেওয়া হল বলল শুনুন। ভিডিও-সত্যজিৎ চক্রবর্তী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *