ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সঞ্চিতা ব্যানার্জির ক্যানভাসে ধরা পড়লো পায়েল সরকারের নতুন লুক
TODAYS বাংলা: বালি, উত্তরপাড়ার মধ্যবিত্ত ঘরের সাধারণ একটি মেয়ে হলেন সঞ্চিতা ব্যানার্জী, সাধারণ হয়েও তার স্বপ্ন গুলো হলো আকাশছোঁয়া এবং মধ্যবিত্ত ঘরের থেকে একটু বেরিয়ে।


নিজের বাড়ির মধ্যেই ছোট করে করেছেন একটি ছোট স্টুডিও এবং সেই স্টুডিও তে আমাদের পায়েল সরকার আসবেন না তাই আবার হয় নাকি ?

হ্যা ঠিকই ধরেছেন নতুন ব্র্যান্ডের শুটে সঞ্চিতার ক্যানভাসে অভিনেত্রী পায়েল সরকারের নতুন লুক ধরা পড়লো।

সঞ্চিতাস ব্রাইডাল মেকআপ স্টুডিও এবং অ্যাকাডেমি তে কিছুদিন আগেই পৌছে গেছিলেন পায়েল সরকার।

সেই পায়েল সরকারের উপর সঞ্চিতা একটি অন্যতম রয়েল লুক সৃষ্টি করলেন কারণ তিনি মনে করেন নতুন কিছু সৃষ্টির আর এক নাম হলো মেকআপ আর সঞ্চিতা হলেন সেই মেকআপের ভগবান। আগামী দিনে সঞ্চিতার জন্য রইল অনেক অভিনন্দন।
