শিলিগুড়ি কর্পোরেশনের বাজেট পেশ
TODAYS বাংলা: গৌতম দেব জানান বাগরাকোর্ট এলাকায় লোকাল বাস স্ট্যান্ড কে সরিয়ে তিনবাত্তি মোড়ের পরিত্যক্ত জমিতে নেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ২.০৭ কোটি টাকা প্রকল্পের ব্যয় হিসাবে ধার্য করা হয়েছে ।

এছাড়া শহরের আরও একটি বড় সমস্যা হল অল্প বৃষ্টিতেই শহর শিলিগুড়ির বেশকিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে । এই ওয়ার্ড গুলোর কথা মাথায় রেখে নতুন বাজেটে ৩১ , ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে অল্প বৃষ্টিতেই জমা জল এশিয়ান হাইওয়ের তলা দিয়ে মহানন্দা নদীতে ফেলা হবে । এই প্রকল্প বাবদ নতুন বোর্ডের কাছে এক কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করার প্রস্তাব রেখেছেন গৌতম দেব।

কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রত্যেকটি বড় অফিসকে সিসিটিভি এর আওতায় আনা হয়েছে ।
এছাড়া শিলিগুড়ি জংশন এলাকায় একটি ফুট ওভারব্রিজ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

শিলিগুড়ি থানার সন্নিকটে অবস্থিত শহীদ বেদীটি কে পুনর্নির্মাণ করে তাতে আলোচিত করা হবে।
এছাড়া জল সরবরাহের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি রাখা হয়েছে তা হল শিলিগুড়ি পুরনিগমের প্রত্যেকটি বাড়ির জল কর মুকুব করার প্রস্তাব রাখা হয়েছে।

শুধুমাত্র বাণিজ্যিকভাবে ব্যবহৃত হোল্ডিং গুলো থেকে জল কর নেওয়া হবে। পাশাপাশি হিলকার্ট রোড, বর্ধমান রোড, স্টেশন ফিডার রোড 50%জলকর বৃদ্ধির করবার কথা ভাবা হচ্ছে বলে জানান মেয়র।