বিশ্ব জননী তথা ভারত জননী মাদার টেরিজার ১১২ তম জন্মজয়ন্তী উদযাপন
TODAYS বাংলা: বিশ্ব জননী তথা ভারত জননী মাদার টেরিজার ১১২ তম জন্মজয়ন্তী উদযাপন । নোবেল শান্তি পুরস্কার এবং ভারতরত্ন -এ ভূষিতা এই সন্ন্যাসিনী ছিলেন দ্যা মিশনারিজ অফ চ্যারিটি -র প্রবর্তক । শিলিগুড়ি পুর নিগমে আজ মাদার টেরিজার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব এবং এম আই সিরা।

উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অধিকাংশ কাউন্সিলারেরা। এদিন মেয়র গৌতম দেব জানান মাদার টেরেজা ভারতের মানুসকে সেবা করতে শিখিয়েছিলেন।তার আদর্শ আমাদের জীবনের এক শিক্ষনীয় বিষয়।তাই আমরা তার কাজকে মেনে নিয়েই এগিয়ে নিতে চাই।এদিন মাদারের কাছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ি পুরনিগমের সকল কর্মীরা।