শিলিগুড়ির সেলসিয়াস কলেজের স্বাধীনতা দিবস পালন করা হল ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির সেলসিয়াস কলেজের স্বাধীনতা দিবস পালন করা হল ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। আজ সকালে শিলিগুড়ির মাটিগাড়াতে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের পতাকা তুললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তিনি এই উপলক্ষে মোট একশো জন দুজন দুস্থদের হাতে তুলে দিলেন প্রতিদিনের মধ্যে একদিন চলবার জন্য নগদ অর্থ এবং একদিনের খাবার।

তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লক্ষ যাতে বাংলাতে কেউ অভুক্ত না থাকে।তাই আজকের বিশেষ দিনে এইসব সাধারন মানুষের জন্য কিছু করবার।আমার আজকে প্রচণ্ড ভালো লাগছে যে একদিনের জন্য হলেও এইসব মানুষদের জন্য কিছু করবার।এই কলেজ একটি বিখ্যাত কলেজ,আগামীদিনে বাইরে থেকে প্রচুর পড়ুয়া আসবে এখানে তাই এই কলেজের শ্রীবৃদ্ধি কামনা করি। এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি টাউন টু এর সদস্য এবং মহিলা নেতৃত্ববৃন্দ।