April 20, 2025 | Sunday | 2:17 AM

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0

TODAYS বাংলা: মাননীয়া মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমুল কংগ্রেসের সভানেত্রী, বাংলার অগ্নিকন্যা শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার যৌথ কর্মী সম্মেলন আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ।নাম না করে পরেশ অধিকারীকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি জানালেন একজনের জন্য দলকে দায়ী করবেন না.দলটা ভালো এবং দলে প্রচুর ভালো লোক আছে।কাজেই দলটা করুন ভালবেসেই।কিছু লোকের জন্য মানুষ তৃণমূল দলটাকে ভুল বুঝছে। কিন্তুু আমাদের উচিত আমাদের দলকে বুঝতে চেষ্টা করা। তৃণমূল কংগ্রেস অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই জায়গাতে পৌছিয়েছে তাই এই দলকে কেউ বদনাম করবে আমি মেনে নেবো না।

জীবন সিংহকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন কেউ বাংলাকে ভাগ করতে চাইবে আর আমি দাড়িয়ে দাড়িয়ে দেখবো তা হবে না,আমি থাকতে বাংলাকে ভাগ করতে দেবো না।ভাগ করলে কেউ ভালো থাকবে না,এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান পাহাড়ের মানুষ আমাদের সাথে আছেন তাই জিটিএ নির্বাচন শান্তি পূর্নভাবেই হবে। বাংলাকে নিয়ে কোন অশান্তি আমি বরদাসত করবো না জানালেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী জানান শিলিগুড়ির মহকুমা পরিষদের নির্বাচনকে নিয়ে কোনরকমের রাজনীতি আমি মেনে নেবো না,তৃনমুল কংগ্রেস এবারে মহকুমা পরিষদ দখল করবে। মুখ্যমন্ত্রী এদিন আলাদাকরে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়কে সতর্ক করে জানান কোন রকমের দলবাজী না করতে যাতে দলের ক্ষতি হয়।মানুষ ভালোভাবে নিচ্ছে না দলের মধ্যে এই বিভেদ,তৃনমুল কংগ্রেস একটাই দল এবং তারা এককভাবেই কাজ করবে। মুখ্যমন্ত্রী এদিন ডুয়ার্স কন্যায় থেকে কাল কোচবিহার সফরে যাবেন বলে খবর।তবে তিনি তার কর্মসূচী পরিবর্তন করতে পারেন বলে জানা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *