পাহাড়ে শিশুদের সাথে কিছুটা সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
TODAYS বাংলা: পাহাড়ে শিশুদের সাথে কিছুটা সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আজ দার্জিলিং এর সুপার মার্কেটের আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে যান। সেখানকার বেশ কয়েকটি বাচ্চার সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী নেপালি ভাষায় বাচ্চাদের সাথে কথা বলেন।তারা কি খেতে ভালবাসেন জিঞ্জাসা করেন,তাদের পড়াশোনার কথা জিঞ্জাসা করেন। মুখ্যমন্ত্রী তাদের সবার হাতে বিশাল চকলেট তুলে দেন। বাচ্চাদের বলেন মন দিয়ে পড়াশোনা করে যেতে। মুখ্যমন্ত্রী জানিয়ে যান তিনি আবার আসবেন।

মুখ্যমন্ত্রী জানান বাচ্চারা অন্য জগতে থাকে। তাদের সাথে তাদের সমবয়োসী হয়ে চলতে হয়।আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে। মুখ্যমন্ত্রী এদিন দার্জিলিং এর সুপার মার্কেট এবং বিগ বাজারে যাবার পথে বেশ কিছুক্ষন সময় কাটান বাচ্চাদের সাথে। বাচ্চাদের নিয়ে খেলতেও আরম্ভ করেন। মুখ্যমন্ত্রী নিজে জানান দিনের কিছু সময় আমি বাচ্চাদের জন্য ব্যায় করি।তাই দার্জিলিং এ এসেও আমি বাচ্চাদের সাথে দেখা করতে ভুলি নি। আমি পাহাড়ের বাচ্চাদের সাথে থেকে আনন্দ পাই। মুখ্যমন্ত্রী বাচ্চাদের জন্য দার্জিলিং এ একটি পার্ক তৈরী করবেন বলেও জানান।