“চোর ধর জেলে ভর” ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো এই উদ্দেশ্য নিয়ে আজ আলিপুরদুয়ারে শুভেন্দু আধিকারীর বিশাল জনসভা
“চোর ধর জেলে ভর” ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো এই উদ্দেশ্য নিয়ে আজ আলিপুরদুয়ারে শুভেন্দু আধিকারীর বিশাল জনসভাতে জনসমাগম দেখা গেল প্রচুর।আজ সকাল নটার সময় আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভা করে শুভন্দু অধিকারী জানান এই সরকার ডিসেম্বর পযর্ন্ত থাকবে। তারপরে আর থাকবেও না আর কোনদিন আসবেও না এই সরকার।

কারন মানুষ এখন বুঝে গেছে একটা দলে সবাই চোর আর সেই চোরেদের আর সমর্থন নয়।বিজেপী আগামী ১৩ই সেপ্টেম্বর যে অভিযান করবে সেটা থেকেই প্রমানিত হয়ে যাবে পশ্চিমবঙ্গের আগামীদিনের শাসন কর হাতে থাকবে।এদিন আলিপুরদুয়ারের এই বিশাল জনসভায় উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপীর নেতৃত্ব।