শিলিগুড়িতে এবিভিপি সমর্থক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি
TODAYS বাংলা: রবিবার শিলিগুড়ির হাসমিচকে এসএসসি নিয়োগে দূর্নীতি সহ একাধিক দাবীতে পথ অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় এবিভিপি কর্মীদের ৷ পরবর্তীতে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচী পালন করে এবিভিপি কর্মী সমর্থকরা । উল্লেখ্য শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী বর্তমান শিল্প মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি । দূর্নীতিগ্রস্থ সমস্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবীতে এই কর্মসূচী ছিল এদিন ।

এবিভিপি কর্মীদের দাবি শুধু মাত্র পার্থ চাটার্জীকে গ্রেপ্তার করলে হবে না । এই ঘটনার সংগে যুক্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে । পরে তারা শিল্প মন্ত্রীর কুশ পুতুল দাহ করতে গেলে পুলিশ কর্মীরা বাধা দে । এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি শুরু হয় । পরে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা । কিছুক্ষন পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
