বন্ধ উড়ান ফলে ভীড় বেড়েই চলেছে ষ্টেশন এবং বাস টার্মিনার্সে,
TODAYS বাংলা: বন্ধ উড়ান ফলে ভীড় বেড়েই চলেছে ষ্টেশন এবং বাস টার্মিনার্সে,তিল ধারনের জায়গা নেই ষ্টেশন এবং বাস টার্মিনার্সে।টিকিট পাচ্ছেন না আপাতত কেউই,সব চাইতে সমস্যায় পড়ে আছেন রোগী এবং রোগীল আত্মীয়রা,বাইরে যেতে গেলে তাকে তো প্রথমে কলকাতাতে পৌছতে হবে।

সেটুকুই করতে পারছে না অনেকেই।টিকিটের হাহাকার লেগে গেছে বাস এবং ট্রেন দুজায়গাতেই।চাইলেও দু সপ্তাহের আগে টিকিট পাচ্ছেন না কেউই।বেশী টাকা দিয়েও কোন কাজ হচ্ছে না।

মুষ্কিলে পড়ে গেছেন পাহাড় থেকে নীচে নামা পর্যটকেরাও।উড়ান না পেয়ে বাধ্য হয়েই ট্রেনের টিকিটের খোজ করছেন তারা।

বলা হচ্ছে আগামী 25তারিখ থেকে উড়ান চালানো শুরু হবে।কিন্তুু যদি না হয় তবে তো প্রবল অশান্তির সৃষ্টি হবে।এটাও জানেন সবাই।
