মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও নয়নের মণি অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায়
চন্দন পোল্লে : আজ হাওড়া শিবপুর কেন্দ্রে বিধায়ক ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনসতিয়ারি নির্দেশে হাওড়া বেলগাছিয়া 8 নম্বর ওয়ার্ডে বিদায়ী মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য্য উদ্যোগে বেলগাছিয়া ছাত্র মিলন সংঘ ময়দানে দুয়ারে সরকার কর্মসূচি করা হলো , বহু মানুষ সেখানে লাইন দিয়ে সুশৃংখলভাবে কোভিদ বিধি মেনে দুয়ারে সরকার ফ্রম গ্রহণ করলেন, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য্য এবং তৃণমূলের অনেক কর্মী বৃন্দ,
হাওড়া থেকে চন্দন পোল্লে এর রিপোর্ট