দার্জিলিং জেলার মিরিক লেকে রঙীন মাছের মৃত্যু
TODAYS বাংলা: দার্জিলিং জেলার মিরিক লেকে রঙীন মাছের মৃত্যু । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পাহাড়ে অন্যতম পর্যটন কেন্দ্র মিরিক । শনিবার সকাল থেকে মিরিক লেকে মরা মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা ।


এদিন সকালে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা লেক থেকে অন্তত ৩০ টি মৃত মাছ উদ্ধার করে । ওই মাছের মৃত্যুর পর গোটা এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ে । মিরিকের প্রশাসনিক আধিকারিকদের মতে, লেকের জল দূষিত হওয়ার কারণেই ওই মাছের মৃত্যু হয়েছে।

মিরিকের মাছের মৃত্যু নিয়ে চিন্তা ছড়িয়েছে মিরিকের পর্যটন দপ্তরের কর্মীদের।তারা জানিয়েছেন প্রচুর মানুষ আসেন মিরিকের এই রঙিন মাছ দেখতে প্রচুর মানুষ আসেন এখানে তাই রঙিন মাছের মৃত্যুর কারনে এখানকার আকর্ষন কমে যাবে অনেকটাই।

তারা ভেবেই পাচ্ছেন না কিভাবে এত মাছের একসাথে মৃত্যু হচ্ছে।এখানে রোজ মাছেদের খাবার দিতে আসা দুই যুবক জানালেন আমরা রোজ খাবার দিয়ে যাই,কিন্তুু গত কয়েকদিন ধরেই দেখলাম মাছগুলি মারা যাচ্ছে,ভেবেছিলাম ঠিক হয়ে যাবে,তা না হওয়ায় চিন্তায় পড়ে গেছি আমরাও।
