শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ গার্লস প্রাথমিক স্কুলের ঘটনায় সংশ্লিষ্ট মহল অবাক
TODAYS বাংলা: শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ গার্লস প্রাথমিক (হিন্দি) স্কুলের ঘটনায় সংশ্লিষ্ট মহল অবাক। কী করে এমনটা হল তা ভেবে কেউই কোনও কূলকিনারা পাচ্ছেন না। বাংলামাধ্যমের যে তিনজন শিক্ষিকাকে এই স্কুলে বদলি করা হয়েছে তাঁরা আগে খড়িবাড়ি সার্কেলের অধীনে থাকা স্কুলে চাকরি করতেন।

অন্য স্কুলে বদলির জন্য তাঁরা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করেছিলেন। কিন্তু প্রশ্ন, বাংলামাধ্যমে পড়াশোনা করা একজন বাংলামাধ্যমের স্কুলে চাকরি পেয়েছেন তাঁকে হিন্দি স্কুলে কেন বদলি করা হল? এই সিদ্ধান্তের জেরে হিন্দিমাধ্যমের পড়ুয়ারা যে সমস্যায় পড়তে পারে তা ভেবে দেখা হল না কেন বলেও প্রশ্ন উঠেছে।