ভোটের সূচনা হতে না হতেই ধুন্ধুমার ব্যারাকপুর
TODSYS বাংলা: ভোটের সূচনা হতে না হতেই ধুন্ধুমার ব্যারাকপুর। এমন পরিস্থিতির কথা হয়তো বাংলার মানুষ আশাও করেনি। আজ সকালে ভোটের শুরুতেই উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিরোধী দলের বিরুদ্ধে। সম্ভবত, ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবাশিস দে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন।
আজ সকালে মণিরামপুর এলাকায় দেবাশিস দে’র ওপর হামলা করে বসে দুষ্কৃতীরা। চলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর। পুলিশের কাছে আবেদন করেও কোন সাহায্য পায়নি অভিযোগ দেবাশিসের। বিগত ১০ বছর দেবাশিস দে এই ২৩ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলার ছিলেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব।