April 19, 2025 | Saturday | 11:17 PM

দুর্নীতি র্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন অভিযুক্ত পঞ্চায়েত মেম্বার

0

নুর আইন মালদা, 11 ফেব্রুয়ারি
দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গারমুনি বুথের শাসকদলের পঞ্চায়েত মেম্বার তাজামুল হক। তার পাশাপাশি এদিন তিনি পঞ্চায়েত প্রধান কে সমস্ত বিষয়টি লিখিত আকারে জানান। প্রধানও অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন বলে তাকে সার্টিফিকেট দিয়েছেন বলে দাবি ওই অভিযুক্ত মেম্বার তাজামুল হক এর।
উল্লেখ্য চলতি সপ্তাহে গত পরশুদিন তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গার মনির মেম্বার তাজামুল হক এর বিরুদ্ধে এলাকারই তৃণমূলের কর্মী সমর্থকরা অভিযোগ আনেন যে তিনি স্থানীয় এক তৃণমূল কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে তাকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। পাশাপাশি এই মেম্বারের বিরুদ্ধে আরো অভিযোগ ওঠে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে তিনি ব্যাপক পরিমাণে দুর্নীতি করছে ন। এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা। বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকদের  দাবি ছিল অভিযুক্ত পঞ্চায়েত মেম্বার দুর্নীতি ও দুর্ব্যবহারের পাশাপাশি বিধায়ক তাজামুল হোসেন এবং শাসক দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি নামেও গালিগালাজ করেন।
আজ এই অভিযুক্ত পঞ্চায়েত মেম্বার তাজামুল হক লিখিতভাবে পঞ্চায়েত প্রধান শকুন্তলার সিংহের কাছে সমস্ত বিষয়টি জানান। দাবি করেন তাঁর বিরুদ্ধে তৃণমূলের একাংশের তোলা অভিযোগ ভিত্তিহীন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তুলছেন। এ প্রসঙ্গে তাজামুল বাবু জানান আমি কারও সঙ্গে কোনোদিনও পঞ্চায়েতে গন্ডগোল। এ ব্যাপারে আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। উনি আমাকে নির্দোষ বলে লিখিত সার্টিফিকেট দিয়েছেন।
এ প্রসঙ্গে প্রধান শকুন্তলা সিংহ জানান সেদিন একটা গন্ডগোলের খবর। পঞ্চায়েত গেটে তালা লাগিয়ে বিক্ষোভ হয়েছিল। কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখে আমি মনে করছি ওই মেম্বার নির্দোষ। এ বিষয়ে আমি অঞ্চল এবং ব্লক নেতৃত্ব কে জানিয়েছি।
এ প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ রাম জানান তাজামুল বাবু দীর্ঘদিনের কর্মী। দীর্ঘদিন থেকে উনি পঞ্চায়েত মেম্বার রয়েছেন ওই এলাকার। ওর বিরুদ্ধে যত অভিযোগ তুলছে সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ। দল সমস্ত দিক খতিয়ে দেখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *