April 20, 2025 | Sunday | 8:03 AM

বাড়ি ভাঙচুর বিজেপি প্রাথীর

0

ভিক্টর শেখ, বীরভূম:-বিজেপি প্রার্থী এবং তার দাদার বাড়িতে ভাংচুর করার অভিযোগ উঠল দুষকৃতকারীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ ও ৯ নম্বর ওয়ার্ডে । গতকাল রাত্রি সাড়ে দশটা নাগাদ ভাংচুরের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ । ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীনেশ মন্ডল । ওই ওয়ার্ডেই তার বাড়ি। গতকাল রাতে একদল দুষকৃতকারী তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এরপর তার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙ্গে দেয় বলে অভিযোগ । অন্যদিকে দীনেশ মন্ডলের বাড়ির উল্টো দিকে ৯ নম্বর ওয়ার্ডে বসবাস করেন তার দাদা বিনয় মন্ডল। সেখানেই তার নটকোনার রয়েছে । অভিযোগ ২০-২২ জনের একটি দুষকৃতকারীর দল তার বাড়িতেও ঢিল ছুড়ে সমস্ত কাঁচ ভাংচুর করে দেয় । তাদের অভিযোগ ভাংচুর করার সময় প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয় দুষকৃতকারীরা। প্রার্থীপদ প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । অন্যদিকে গতকাল রাতে রামপুরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আনোয়ার হোসেনের বাড়ীতেও চড়াও হয়ে ভাংচুর ও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *