April 19, 2025 | Saturday | 11:20 PM

তৃণমূল কংগ্রেসের নেতা তথা ২৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী প্রতুল চক্রবর্তী

0

TODAY’S বাংলা: শিলিগুড়ি পৌরনিগমের চেয়ারম্যান হতে চলেছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেতা তথা ২৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী প্রতুল চক্রবর্তী। এমনটাই খবর দলীয় সূত্রে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিধায়ক শঙ্কর ঘোষকে পরাজিত করার উপহার হিসেবে প্রতুল চক্রবর্তীকে চেয়ারম্যান পদ উপহার হিসেবে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রতুল চক্রবর্তী শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা ছিলেন। এরপর তিনি সংগঠনে জোর দেন। এরপর প্রতুল চক্রবর্তীকে রাজ্য সাধারণ সম্পাদক করেন তৃণমূল সুপ্রিমো। চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত হতেই
উচ্ছ্বসিত কর্মী সমর্থক ও অনুগামীরা। মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয় বর্ষীয়ান নেতাকে। যদিও এদিন পর্যন্ত বিষয়টি নিয়ে দলের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। প্রতুল চক্রবর্তী বলেন, “দল যেভাবে বলবে সেভাবে কাজ করব। বিরোধীদের বক্তব্য অবশ্যই গুরুত্ব পাবে। তাদের জন্যই মাসিক অধিবেশন। শহরের উন্নয়নে যা করার যথাসাধ্য করবো।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *