ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর এ বিক্ষোভ
নুর আইন, মালদা,: ঝালদার কংগ্রেস কাউন্সিলার খুনের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লক কংগ্রেস। সোমবার বিকেল ৪টায় হরিশ্চন্দ্রপুর কংগ্রেস পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিল বের করেন কংগ্রেস নেতারা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোস্তাক আলম সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।
মিছিলটি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে শহীদ মোড়ে এসে জড়ো হয়। ঘটনার প্রতিবাদে শহরের ব্যস্ততম হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ের রাস্তায় কংগ্রেস নেতারা বসে বসে পড়েন। এরপর একটি বিক্ষোভ সমাবেশ হয়।






এলাকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেন, ‘রবিবার পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে তৃণমূলের দুষ্কৃতীরা হত্যা করেছে। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। পুরভোটে তারা ছাপ্পা চালিয়েছে। তারপরেও যখন দেখছে হারছে তখন ইভিএমে ভোট বাড়িয়েছে। তারপরেও দু-একটি করে কোথাও কংগ্রেস জিতেছে, সেটাও তাদের সহ্য হচ্ছে না। তাই ঝালদার কংগ্রেস কাউন্সিলারকে দুষ্কৃতীদের দিয়ে খুন করা হয়েছে। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তাই আমরা আজ পথে নেমেছি।