ত্রিস্তর পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই মাঠে নামলেন কংগ্রেসের দলীয় কর্মীর
নুর আইন, TODAYS বাংলা: বছর খানেক পর বঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ভোট। তাই এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছে ভোটব্যাঙ্ক বাড়ানোর উদ্দেশ্যে। সে ভোটকে সামনে রেখে নিজেদের মাটি শক্ত করতে কোমর বেঁধে নামলেন কংগ্রেসের নেতা কর্মীরা। ব্যতিক্রম নই হরিশ্চন্দ্রপুর জাতীয় কংগ্রেসের। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুস্তাক আলমের নেতৃত্বে মাঠে নেমে পড়েছে কংগ্রেসের দলীয় কর্মীরা। এরই অঙ্গ হিসাবে শুক্রবার বিকালে হরিশ্চন্দ্রপুর এর তুলসিহাটা উপ বাজার চত্বরে যুব কংগ্রেসের সদস্য গ্রহণ পর্ব শুরু হয়। সদস্য গ্রহণ পর্বে জনতার ভিড় জমে ওঠে। এবং তারা কংগ্রেস দলের অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন দলীয় কর্মকাণ্ডের একাধিক বিষয় নিয়ে একটি সভা করলেন হরিশ্চন্দ্রপুর জাতীয় কংগ্রেস।

এদিন সদস্য গ্রহণ পর্বের সভায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এর প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক সভাপতি বিমানবিহারী সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
এদিন এই সভায় যুব কংগ্রেসের সদস্য গ্রহণ পর্বে দেখা যায় বিভিন্ন রাজনীতিক দল ছেড়ে কংগ্রেসে অসংখ্য জনসাধারণ যোগদান করতে ।তাতে কংগ্রেস এর পাল্লা ভারী হবে বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ তারাই।