দল ছেড়ে কংগ্রেসে চলে গেলেন আব্বাস হোসেন
TODAYS বাংলাঃ এই মুহুর্তের সবচেয়ে বড় খবর,প্রার্থী হতে না পেরে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন রামপুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা বিগত পুরো বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার আব্বাস হোসেন।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দেখা যায় রামপুরহাট পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ডেই প্রার্থী তালিকায় নাম নেই আব্বাস হোসেনের। যদিও দলের তরফ থেকে জানানো হয়েছিল আব্বাস হোসেনকে ১২ নাম্বার ওয়ার্ড থেকে টিকিট দেওয়া হবে কিন্তু টিকিট না পেয়ে শেষমেষ দল ছাড়লেন রামপুরহাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলার, প্রাক্তন ভাইস চেয়ারম্যানসহ বিগত বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার আব্বাস হোসেন। শনিবার সন্ধ্যা নাগাদ এলাকার প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষকে নিয়ে জাতীয় কংগ্রেস কার্যালয়ে গিয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান তাকে দল ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল। মানুষের সাথে ছিলাম মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছি আগামী দিনেও মানুষের সঙ্গে থাকবো এবং কাজ করে যাবো।
কংগ্রেসের সংগঠনকে মজবুত করে পৌরভোটে কংগ্রেসের ভালো ফলাফল করব।
এদিন রামপুরহাটের জাতীয় কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদের তার হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিয়ে তাকে দলে গ্রহণ করেন।
রামপুরহাট থেকে মৃন্ময় লাহিড়ী এর রিপোর্ট বীরভূম।