অবৈধ্য ভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার সময় ৭ রোহীংগাকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক করল উত্তর পুর্ব সীমান্ত রেলওয়ে প্রটেকশন পুলিশ
নিউজলপাইগুড়ি ঃ অবৈধ্য ভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার সময় ৭ রোহীংগাকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক করল উত্তর পুর্ব সীমান্ত রেলওয়ে প্রটেকশন পুলিশ ( আর পি এফ)। ৭ জন রোহীংগাদের মধ্যে ৬ জন মহিলা বলে জানা গেছে।
রেলওয়ে প্রটেকশন পুলিশ ( আর পি এফ) সুত্রে জানা গেছে গত কাল দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে অনান্য দিনের মত যখন চাইল্ড লাইন ও সহেলী সংস্থা যৌথ ভাবে নিউজলপাইগুড়ি স্টেশনে অভিযান চালাচ্ছিল। সেই সময় তারা লক্ষ করেন একটি ৭ জনের দল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দহ জনক ভাবে ঘোরাফেরা করছে। তাদের কথাবার্তা ও চালচলন দেখে এই যৌথ অভিযান চালানো টিমের সদস্যরা তাদের আটক করে নিউজলপাইগুড়ি স্টেশনের রেলওয়ে প্রটেকশন পুলিশ ফোর্সের অফিসে নিয়ে যায়।
এরপরে পুলিশের জেরায় তারা জানায় তারা বাংলাদেশের কক্সবাজারে রোহীংগাদের জন্য ৫ নম্বর শরনার্থী শিবিরে ছিলেন। সেখান থেকে অবৈধ্যভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। গত ১৬ তারিখে তারা ত্রিপুরার কুমারঘাট স্টেশন থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজংঘা ট্রেন ধরে দিল্লি যাওয়ার জন্য নিউজলপাইগুড়ি স্টেশনে এসে নামে। তারা নিউ জলপাইগুড়ি থেকে নিউদিল্লি গামী পুর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরবার জন্য যখন অপেক্ষা করছিল সে সময় তাদের গতিবিধি সন্দেহজনক দেখায় তাদের আটক করে রেলওয়ে প্রটেকশন পুলিশের কাছে নিয়ে আসা হয় বলে জেরায় তারা এই তথ্য জানায় বলে সুত্রে জানা গেছে।
সুত্রে আরো জানা গেছে আটক হওয়া ৭ রোহীংগাকে আজ নিউ জলপাইগুড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।